ঝিনাইদহে এবার প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটে
- আপলোড টাইম : ১২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
- / ৩২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় পূঁজা রানী (১৫) নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে লিটু নামের এক বখাটে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে ওই ছাত্রীর বাড়ির সামনে। আহত স্কুল ছাত্রী পূঁজা রানী উপশহর পাড়ার বিপুল চন্দ্রের কন্যা। সে স্থানীয় জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বখাটে লিটু পূঁজা রানীকে উত্যক্ত করে আসছিল। সোমবার রাতে লিটু মেয়েটির বাড়িতে যেয়ে ডেকে তাকে বাইরে আনে। মেয়েটি বাইরে আসলেই সে তাকে আবারও প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি প্রত্যাখান করলে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে লিটু মেয়েটিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা পূঁজা রানিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বখাটে লিটু পেশায় একজন গাড়ির হেলপার এবং তার বাড়ি শৈলকুপা উপজেলা বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।