শিরোনাম:
আইলহাঁসের মুদি দোকানি হাসিবুল হত্যাকান্ডে জড়িত সন্দেহে ১ মহিলা আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১১:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার আইলহাঁস গ্রামের মুদি দোকানি হাসিবুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি চুয়াডাঙ্গা সদরের ৬ মাইল এলাকা শমসের আলীর মেয়ে ফরিদা খাতুনকে (৩৩) আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। গতকাল তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে। উল্লেখ, ১৯ জুলাই রাতে আলমডাঙ্গা প্রত্যন্ত আইলহাস গ্রামের মাঠে নৃশংভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে হাসিবুল নামের এক মুদি ব্যবসায়ীকে। ওই রাত থেকে নিখোঁজ থাকার পর পরদিন ২০ জুলাই শনিবার সকাল ১০টায় তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। হাসিবুল আইলহাস গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
ট্যাগ :