চুয়াডাঙ্গায় বিধবা নারীকে ভয় দেখিয়ে চাঁদা দাবি : মামলা
- আপলোড টাইম : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় বিধবা হিন্দু মহিলাকে ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিকালে দাবিকৃত চাঁদার টাকা নিতে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়ে অভিয্ক্তু চাঁদাবাজ আরিফ। পরে বিধবা মহিলার বাড়ির গেটে হামলা চালিয়ে স্থানীয়দের কাছ থেকে আরিফকে ভাগিয়ে নিয়ে যায় তার লোকজন। এ ঘটনায় মূলহোতা জিনতলাপাড়ার আরিফসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা। অভিযুক্তদের ধরতে পুলিশের তৎপরতা শুরু। গতকাল সোমবার সকালে বড় বাজার এলাকার আশা রানী ঘোষের কাছে চাঁদা দাবি করে আরিফ। একই দিন বিকালে দাবিকৃত টাকা নিতে গেলে এ ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা যায়, গতকাল সকালে বড় বাজার এলাকার মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী আশা রানী ঘোষের কাছে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাক চাঁদা দাবি করে জিনতলাপাড়ার মৃত ইছাহকের ছেলে আরিফসহ তার লোকজন। পরে বিকালে দাবিকৃত চাঁদার টাকা নিতে বিধবা মহিলার বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে তারা। এসময় আশা রানী ঘোষ চাঁদার টাকা দিতে না চাইলে ইট পাটকেল নিক্ষেপসহ বাড়ির গেটে হামলা চালায় অভিযুক্তরা। এতে আশা রানী ঘোষসহ তার ভাড়াটিয়া পরিতোষ কুমার প্রামানিক জখম হয়। পরে আশা রানী ঘোষ বাদী হয়ে আরিফসহ কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হলে আসামীদের ধরতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলে জানায় থানা পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, গতকাল সকালে জিনতলা পাড়ার আরিফ বড় বাজার এলাকার আশা রানী’র বাড়িতে এসে দইয়ে ফর্মালিন মেশানোর অভিযোগ তুলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে বিকালে টাকা নিতে আশে সে। এসময় আশা রানী ও তার বাড়ির ভাড়াটিয়াসহ আশপাশের লোকজন জড়ো হলে আরিফ তার লোকজনকে খবর দেয় এসময় তার লোকজন এসে বাড়ির গেটে হামলা চালানোসহ ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়দের কাছ থেকে আরিফকে ভাগিয়ে নিয়ে যায়।