মেহেরপুরের বিভিন্ন সমস্যা নিরসনে কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৪৫ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের বিভিন্ন সামাজিক সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে এক ‘এলামনাই মাল্টিপার্টি এ্যাডভোকেসী’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুরের একটি রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল’র রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবন্দরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এ থেকে নিরসনের সুপারিশমালা প্রণয়ন করেন। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক সুশীল চক্রবর্তী, নুরুল আহমেদ, সাংবাদিক তোজাম্মেল আযম, মাহাবুব চান্দু, মাহবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন, মাসুদ রানা, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে শামিম জাহাঙ্গীর সেন্টু, নিশান সাবের, মাহবুবুল হক মন্টু, সোয়েব রহমান, রাজনৈতিক নেতৃবন্দেৃর পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম আরা হীরা, যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি খাতুনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।