জীবননগরে কর্মি সমাবেশে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
- আপলোড টাইম : ০৯:৪৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৬৪ বার পড়া হয়েছে
অধিকার বঞ্চিত মানুষের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবো
নিজস্ব প্রতিবেদক: বুকে আমার মুজিব আদর্শ, চোখে উন্নয়নের স্বপন-গরীব-দুখী মানুষের সেবাই করেছি জীবন-পন। আমি আমার এই জীবনকে তুচ্ছ করে আমার এলাকার সর্বস্তরের মানুষের সেবায় জীবনকে পন করে মাঠে নেমেছি। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এলাকার অধিকার বঞ্চিত মানুষের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবো। আমি বঙ্গবন্ধুর সৈনিক আল্লাহ তায়ালা ছাড়া কোন রক্তচক্ষুকে ভয় করিনা। চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সাংসদের অনিয়ম-দূর্নীতি আর সে¦”্ছাচারিতার কারনে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মি ও সমর্থক দলের দিক থেকে মুখ ফিরিয়ে ঘরে বসে আছেন, যাদের খোজ কেউ রাখেনা আমি তাদেরকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছি সব সময় এবং এ চেষ্ঠা অব্যাহত রাখবো আগামীতেও। এলাকার একজন আওয়ামী লীগের কর্মিও যেন ঘরে বসে না থাকে কারন সামনে জাতীয় সংসদ নির্বাচন। সেখানে বঙ্গবন্ধুর প্রতিটি সৈনিককে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে।
গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নাজিম উদ্দীন, করিম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক এসএম মহাসীন আলী, হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, হাসান মেম্বর, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা শাহীন উদ্দীন, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, আব্দুল মজিদ মোল্লা, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আন্দুলবাড়ীয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, রায়পুরের শাহবুদ্দিন খান, জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মিদের মধ্যে বিপ্লব হোসেন দিলু, জাকির হোসেন, জহির, সবুজ, ছাত্রলীগ নেতা এইচএম হাকিম, রাসেল রিমু, রঞ্জু, রিপন প্রমূখ।