ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঐক্যবদ্ধ জীবনেই রয়েছে সুখ ও সমৃদ্ধি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪২১ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: আমাদের কারো কারো দৈনন্দিন কথা-বার্তা, চাল-চলন ও ওঠা-বসায় মনের অজান্তে অপসংস্কৃতির চর্চা এবং বিস্তৃতির কারণে আমাদের কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, তাহজিব-তমদ্দুন, সভ্যতা, ইসলামী পরিবেশকে কলুষিত ও প্রশ্নবিদ্ধ করে ফেলছে। ফলে আমরা অনেকেই আল্লাহর রহমত ও বরকতহীন জীবনযাপন করছি। বরকতহীন বললাম এ কারণে যে, অনবরত কোরান-সুন্নাহর বিধানকে অমান্য করার ফলে একদিকে আমরা যেমন আল্লাহর বিরাগভাজনদের তালিকায় নিজের নাম লেখাচ্ছি, অন্যদিকে পৃথিবী থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে বরকত ও রহমত। বরকত কমে যাওয়ার ফলে দুনিয়ায় নেমে এসেছে নানাবিধ অপ্রত্যাশিত দুর্বিষহ যন্ত্রণা, দুঃসময় ও দুর্দিন। অথচ মুসলমান হিসেবে আমাদের অন্তরে ইসলামী আদর্শ ও ইসলামের শিক্ষা থাকলে অবস্থা এর ভিন্নটিও হতে পারত। কারণস্বরূপ বলা হয়েছে, ‘ঐক্যবদ্ধ ও সব বিষয়ে আল্লাহর প্রশংসায় আকৃষ্ট জনপদে ঝরবে আল্লাহর বরকত।’ আমাদের সামষ্টিক জীবনে আল্লাহর রহমত আর বরকত নেমে এলে জাতিগতভাবে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সচ্ছলতা এবং সফলতা বিরাজ করবে একশ’ ভাগ। আল্লাহ ও তার রাসুল (সা.)-এর দেখানো পথে না থাকার অপরাধে আমরা অনেকেই নানাবিধ সমস্যায় ভুগছি। দেশে অভাবের কারণে কারো অকাল মৃত্যু না হলেও সচ্ছলতা নেই; যার কারণে অসংখ্য মানুষ স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক নি¤েœ বসবাস করে। অথচ আল্লাহ তায়ালা তার পবিত্র কোরানে কারিমে বলেছেন, ‘কোনো জনপদের মানুষ যদি তাকওয়া ও আমাকে ভয়ের নীতি অবলম্বন করে, তাহলে তাদের জন্য আসমান এবং জমিনে বরকতের যত দরজা আছে, সব খুলে দেয়া হবে।’ হজরত রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, ‘আমি তোমাদের জন্য দুটি অবলম্বন রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন পৃথিবীর কোনো জাতি তোমাদের পরাভূত করতে পারবে না, পরাজিত করতে পারবে না, এমনকি তোমাদের ওপর চোখ রাঙিয়ে তাকাতেও সাহস পাবে না। আর সেই জিনিস দুটি হলো- আল্লাহর কোরান ও আমার সুন্নাহ।’ আমাদের নতুন করে ভাবতে হবে কোরান-সুন্নাহর শিক্ষার আলোতে জ্ঞান, বুদ্ধি, বিবেককে জাগ্রত করতে হবে; তা না হলে নতুন প্রজš§ নিকষ কালো থাবায় বিলীন হয়ে যাবে, যা কোনো অবস্থাতেই প্রত্যাশিত নয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঐক্যবদ্ধ জীবনেই রয়েছে সুখ ও সমৃদ্ধি

আপলোড টাইম : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮

ধর্ম ডেস্ক: আমাদের কারো কারো দৈনন্দিন কথা-বার্তা, চাল-চলন ও ওঠা-বসায় মনের অজান্তে অপসংস্কৃতির চর্চা এবং বিস্তৃতির কারণে আমাদের কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য, তাহজিব-তমদ্দুন, সভ্যতা, ইসলামী পরিবেশকে কলুষিত ও প্রশ্নবিদ্ধ করে ফেলছে। ফলে আমরা অনেকেই আল্লাহর রহমত ও বরকতহীন জীবনযাপন করছি। বরকতহীন বললাম এ কারণে যে, অনবরত কোরান-সুন্নাহর বিধানকে অমান্য করার ফলে একদিকে আমরা যেমন আল্লাহর বিরাগভাজনদের তালিকায় নিজের নাম লেখাচ্ছি, অন্যদিকে পৃথিবী থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে বরকত ও রহমত। বরকত কমে যাওয়ার ফলে দুনিয়ায় নেমে এসেছে নানাবিধ অপ্রত্যাশিত দুর্বিষহ যন্ত্রণা, দুঃসময় ও দুর্দিন। অথচ মুসলমান হিসেবে আমাদের অন্তরে ইসলামী আদর্শ ও ইসলামের শিক্ষা থাকলে অবস্থা এর ভিন্নটিও হতে পারত। কারণস্বরূপ বলা হয়েছে, ‘ঐক্যবদ্ধ ও সব বিষয়ে আল্লাহর প্রশংসায় আকৃষ্ট জনপদে ঝরবে আল্লাহর বরকত।’ আমাদের সামষ্টিক জীবনে আল্লাহর রহমত আর বরকত নেমে এলে জাতিগতভাবে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সচ্ছলতা এবং সফলতা বিরাজ করবে একশ’ ভাগ। আল্লাহ ও তার রাসুল (সা.)-এর দেখানো পথে না থাকার অপরাধে আমরা অনেকেই নানাবিধ সমস্যায় ভুগছি। দেশে অভাবের কারণে কারো অকাল মৃত্যু না হলেও সচ্ছলতা নেই; যার কারণে অসংখ্য মানুষ স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক নি¤েœ বসবাস করে। অথচ আল্লাহ তায়ালা তার পবিত্র কোরানে কারিমে বলেছেন, ‘কোনো জনপদের মানুষ যদি তাকওয়া ও আমাকে ভয়ের নীতি অবলম্বন করে, তাহলে তাদের জন্য আসমান এবং জমিনে বরকতের যত দরজা আছে, সব খুলে দেয়া হবে।’ হজরত রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে বলেছেন, ‘আমি তোমাদের জন্য দুটি অবলম্বন রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন পৃথিবীর কোনো জাতি তোমাদের পরাভূত করতে পারবে না, পরাজিত করতে পারবে না, এমনকি তোমাদের ওপর চোখ রাঙিয়ে তাকাতেও সাহস পাবে না। আর সেই জিনিস দুটি হলো- আল্লাহর কোরান ও আমার সুন্নাহ।’ আমাদের নতুন করে ভাবতে হবে কোরান-সুন্নাহর শিক্ষার আলোতে জ্ঞান, বুদ্ধি, বিবেককে জাগ্রত করতে হবে; তা না হলে নতুন প্রজš§ নিকষ কালো থাবায় বিলীন হয়ে যাবে, যা কোনো অবস্থাতেই প্রত্যাশিত নয়।