রংপুরে নতুন সাহিত্য চতুর্থ আন্তর্জাতিক কবিতা উৎসবের সমাপণী
- আপলোড টাইম : ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৯৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: “কবিসভা” রংপুর আয়োজিত নতুন সাহিত্য চতুর্থ আন্তর্জাতিক কবিতা উৎসব শেষ হয়েছে। গতকাল রবিবার রাত ১০টায় রংপুর চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে দু’দিনব্যাপি এ কবিতা উৎসব শেষ হয়। আন্তর্জাতিক কবিতা উৎসবে চুয়াডাঙ্গা থেকে আমন্ত্রিত হয়ে যোগদান করেন দৈনিক সময়ের সমীকরণ’র সাহিত্য পাতার যুগ্ম-সম্পাদক দ্রোহের কবি অমিতাভ মীর ও সমাজতত্বমুলক হেলালগীতির রচয়িতা কবি নজমুল হেলাল।
আন্তর্জাতিক কবিতা উৎসবের শেষ দিনেও কবিদ্বয় চুয়াডাঙ্গা জেলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার ঐতিহ্য তুলে ধরে একাধিক স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত দর্শক-শ্রোতাম-লীর ভূয়সী প্রশংসা অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ অধিবেশনে সভাপতিত্ব করেন কবি আবু জাফর আব্দুল্লাহ। প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট কবি অলোক বন্দোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিউর রহমান বসুনিয়া কাব্যনিধি, কবি নুরুন্নাহার বেগম ও কবি দিলরুবা শাহাদৎ।