শিরোনাম:
কালীগঞ্জে ফেন্সিডিল ও পিকআপ ভ্যানসহ মাদকব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর থেকে ৭’শ ১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ মোল্লা নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। এসময় জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহনকারী আলুভর্তি পিকআপ ভ্যান। গতকাল রোববার সাকালে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিল পিকআপ ভ্যান যোগে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ৭’শ ১০ বোতল ফেন্সিডিলসহ ফিরোজকে আটক করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
ট্যাগ :