ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪৩৯ বার পড়া হয়েছে

ইট-পাটকেল নিক্ষেপ : অজ্ঞাত ৮/৯শ’ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা ও ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১০ নেতাকর্মি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকদফা লাঠিচার্জ করে উত্তেজিত নেতাকর্মিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সদর থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোড়ক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে ৪৯ জনের নাম উল্লেখসহ ৮/৯শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশ বাধা দিলে শহরের কেদারগঞ্জ মোড়ে অবস্থানরত নেতাকর্মিদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মিরা শহরের কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে সমবেত হতে থাকে। পরে সমবেত নেতাকর্মিরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মিদের ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মিরা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ঘটনাস্থলে পৌছালে বিএনপির নেতাকর্মিরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রবিউল হক বাবলু অভিযোগ করে বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০জন নেতাকর্মি গুরুতর আহত হয়েছে।
এদিকে, এ ঘটনায় রাতেই সদর থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোড়ক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখসহ ৮/৯শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় মামলার সত্যতা স্বীকার করে থানা পুলিশ বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে উপস্থিত পুলিশ সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরিয়ে দিয়ে উত্তেজিত পরিবেশ শান্ত করেন। একই সাথে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চত করেন। রাতে থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোড়ক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে জড়িতদের নাম উল্লেখসহ কয়েকশ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের ধরতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির কেদারগঞ্জ কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় পুলিশ কর্তৃক অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

আপলোড টাইম : ০৯:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮

ইট-পাটকেল নিক্ষেপ : অজ্ঞাত ৮/৯শ’ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিএনপির একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা ও ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১০ নেতাকর্মি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকদফা লাঠিচার্জ করে উত্তেজিত নেতাকর্মিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সদর থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোড়ক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে ৪৯ জনের নাম উল্লেখসহ ৮/৯শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পুলিশ বাধা দিলে শহরের কেদারগঞ্জ মোড়ে অবস্থানরত নেতাকর্মিদের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মিরা শহরের কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে সমবেত হতে থাকে। পরে সমবেত নেতাকর্মিরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মিদের ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মিরা তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পরে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ ঘটনাস্থলে পৌছালে বিএনপির নেতাকর্মিরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রবিউল হক বাবলু অভিযোগ করে বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০জন নেতাকর্মি গুরুতর আহত হয়েছে।
এদিকে, এ ঘটনায় রাতেই সদর থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোড়ক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখসহ ৮/৯শ’ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছে।
এ ঘটনায় মামলার সত্যতা স্বীকার করে থানা পুলিশ বলেন, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে উপস্থিত পুলিশ সদস্যরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সরিয়ে দিয়ে উত্তেজিত পরিবেশ শান্ত করেন। একই সাথে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চত করেন। রাতে থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোড়ক ও পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে জড়িতদের নাম উল্লেখসহ কয়েকশ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের ধরতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির কেদারগঞ্জ কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় পুলিশ কর্তৃক অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু।