দামুড়হুদায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
- আপলোড টাইম : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
- / ২৯৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ্ব ১৭ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনি খেলায় জুড়ানপুর ইউনিয়ন জয়লাভ করে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত জি এম এমদাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মতিন,মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুলসহ অন্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান, কার্পাশডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
শনিবার বিকাল ৪টায় ইউনিয়ন পর্যায়ের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধনি খেলায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন বনাম পুড়ানপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রতীদন্তিতাপূর্ণ খেলায় খেলার প্রথামোর্ধে জুড়ানপুর ইউনিয়ন ২-১গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতির্য়াধে কোন গোলনা হওয়ায়। জুড়ানপুর ২-১গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন সৈয়দ মাছুদুর রহমান,সুশাস চন্দ্র বিশ্বাস ও আতিকুর রহমান