আসুন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পতাকাতলে সমবেত হই- হুইপ ছেলুন
- আপলোড টাইম : ০৫:২২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৫৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
আসুন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পতাকাতলে সমবেত হই
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন- আজ তৃণমূল কর্মি সমাবেশের চতুর্থ দিন। কালিদাসপুর ইউনিয়নের নেতাকর্মিদের বক্তব্য আমি ধৈর্য সহকারে শুনেছি। আপনারা জানেন কালিদাসপুর ইউনিয়ন এক সময় সন্ত্রাসী জনপদ হিসেবে খ্যাত ছিল। প্রতিদিনই কোন না কোন লাশ পাওয়া যেতো। বিশেষ এক বাহিনীর অভয়ারন্য ছিল কালিদাসপুর ইউনিয়ন। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর, সে রক্তাক্ত জনপদ এখন মানুষের কাছে নিরাপদ জনপদ হিসেবে পরিচিত লাভ করেছে। আপনারা যদি পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে না পারেন তাহলে আবারো এই জনপদ রক্তাক্ত জনপদ হিসেবে পরিণত হবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পতাকাতলে সমবেত হই।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশীদ মোল্লা, প্রশান্ত অধিকারী, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, নাসির উদ্দিন আহমেদ পেনু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. আবু তালেব, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা শ্রমিকস লীগের সভাপতি আফজালুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী খালেদুর রহমান অরুন, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহ্ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক নঈন হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহবায়ক সামসুজ্জোহা মল্লিক দুদু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, মোল্লা কামরুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে। এছাড়াও ১নং ওয়ার্ড সভাপতি শমসের আলী, সম্পাদক শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি রবিউল হক, সম্পাদক হেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম মালিথা, সম্পাদক সামছুল হুদা, ৪নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম বাবু, সম্পাদক আমীর মিস্ত্রি, ৫নং ওয়ার্ড সভাপতি তোফাজ্জেল হোসেন, সম্পাদক আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক আমজাদ হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক আফিল উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি হাসিবুল ইসলাম মন্ডল, সম্পাদক রিপন, ৯নং ওয়ার্ড সভাপতি সানোয়ার হোসেন, সম্পাদক মাসুদ রানা প্রমূখ।