আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৫:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৪১ বার পড়া হয়েছে
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় বাজার সংলগ্ন (হাইস্কুল) ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আন্দুলবাড়ীয়া একাদশ বনাম হাসাদাহ একাদশ মুখোমুখী হয়। উক্ত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় অমিমাংসিতভাবে ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বজলুর রহমান, টুআইসি মশফিকুজ্জামান, সাংবাদিক বাবু নারায়ণ ভৌমিক, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, সাংবাদিক আল-আমিন, খাজির আহাম্মেদ, আব্দুল্লাহ আল মামুন খান, ফজলুর রহমান খান। উক্ত ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা, সহকারি শেখ জিহাদী ইসলাম সোহাগ ও হাবিবুর রহমান। ধারাভাষ্য ছিলেন রাশেদুজ্জামান, হাফিজুর রহমান ইয়া।