ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

এমএমসি মাসিক প্রতিবেদনে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
  • / ১০১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের (এমএমসি) খুলনা বিভাগের জুলাই মাসের মাসিক প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলা প্রথম হয়েছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। বিশ্বায়নের যুগে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অর্ন্তভুক্ত করাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে চালু হয়েছে শিক্ষক বাতায়নসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের (এমএমসি)। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (এমএমসি), নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (এমএমসি), মোট মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন জেলার গড় পারফরমেন্সের ওপর ভিত্তি করে এমএমসি মাসিক প্রতিবেদন দেয়। এমএমসি জুলাই মাসের মাসিক প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলা প্রথম স্থান অধিকার করেছে। এদিকে, গতকাল মাসিক আইসিটি বিষয়ক সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এমএমসিতে জুলাই মাসে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম স্থান অধিকার করায় সন্তোষ প্রকাশ করলেও এমএমসিতে পারফরমেন্সের হার শতভাগ করার তাগিদ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এমএমসি মাসিক প্রতিবেদনে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম

আপলোড টাইম : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের (এমএমসি) খুলনা বিভাগের জুলাই মাসের মাসিক প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলা প্রথম হয়েছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। বিশ্বায়নের যুগে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি অর্ন্তভুক্ত করাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে চালু হয়েছে শিক্ষক বাতায়নসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমের (এমএমসি)। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (এমএমসি), নিজ উদ্যোগে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম (এমএমসি), মোট মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন জেলার গড় পারফরমেন্সের ওপর ভিত্তি করে এমএমসি মাসিক প্রতিবেদন দেয়। এমএমসি জুলাই মাসের মাসিক প্রতিবেদনে চুয়াডাঙ্গা জেলা প্রথম স্থান অধিকার করেছে। এদিকে, গতকাল মাসিক আইসিটি বিষয়ক সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এমএমসিতে জুলাই মাসে খুলনা বিভাগে চুয়াডাঙ্গা প্রথম স্থান অধিকার করায় সন্তোষ প্রকাশ করলেও এমএমসিতে পারফরমেন্সের হার শতভাগ করার তাগিদ দেন।