নতিপোতা ইউনিয়ন যুবলীগের কর্মি সমাবেশে জেলা আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার
- আপলোড টাইম : ০৯:৩৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৪৯৭ বার পড়া হয়েছে
নৌকাকে বিজয়ী করতে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে বেড়বাড়ি ঈদগাহ মাঠে কর্মি সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। কর্মি সমাবেশের আগে দুপুরবেলায় কর্মিসভার মঞ্চস্থল ঈদগাহ মাঠে ২০/২৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মঞ্চ, ব্যানার, চেয়ার, টেবিল গেট ভাংচুর করা এবং কর্মি সভা হবে না বলে অভিযোগ করে জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এ ঘটনায় ওই গ্রামে টানটান উত্তেজনা শুরু হয়। সংঘর্ষের আশঙ্কা দেখা যায়। এরই মধ্যে বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ ও দামুুড়হুদা যুবলীগ নেতৃবৃন্দ সভাস্থলে পৌছালে ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা জেলা নেতৃবৃন্দের কাছে সভা যারা পন্ড করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ সময় জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু ভাঙ্গা মঞ্চের পাশেই শান্তিপূর্ণভাবে কর্মি সমাবেশ শুরু করতে নির্দেশ দিলে বিকাল সাড়ে ৫টায় কর্মি সভা ও মতবিনিময় সভা শুরু হয়। নতিপোতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কাউসার আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দ্দার বলেন, এই নতিপোতা যুবলীগের নেতাকর্মিরাই বর্তমান সংসদ সদস্য আলী আজগর টগরকে পরিশ্রম করে ও ভোট দিয়ে দুই দু’বার বিজয়ী করেছে। অথচ তারই লোকজন এই ইউনিয়নে যুবলীগের কর্মি সমাবেশে বাধা দিচ্ছে এবং সমাবেশ স্থলের মঞ্চ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনসহ গেট ভাংচুরের মত হীন ও ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যেটা অত্যান্ত দুঃখের ও লজ্জারও বটে। আমি এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে নঈম জোয়ার্দ্দার আগামী সংসদ নির্বাচনে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য নতিপোতা ইউনিয়নসহ সকল পর্যায়ের যুবলীগ নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা মল্লিক হাসু, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক এ্যাড. আবু তালেব, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাদ আলী, সাজেদুর রহমান লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, হাফিজুর রহমান হাফু, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী। ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মিঠু বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন, আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান, বিল্লাল হোসেন, মতিয়ার, দেলোয়ার, নান্নু, শিলন, সিদ্দিক আলী, জাহাঙ্গীর, শ্রী ঝন্টু হালদার প্রমূখ।