বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৪৯৩ বার পড়া হয়েছে
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়াম্বরভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আরশেদ আলী কালু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক বকুল, খালিদ মাহমুদ মিল্টন, হাজী আব্দুল মান্নান, হামিদুল হক টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু। জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিকুল হক শিপুলর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন ক মিনহাজ উদ্দিন, আমানুল্লাহ বাবুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিব সরোয়ার, ওয়ালিদ হাসান, রাকিবুল হাসান, সাইমুন ইসলাম শান্ত, সাইমুজ্জামান মিশা, রাকিব, মাসুদ রানা শুভসহ নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)