শিরোনাম:
চুয়াডাঙ্গার পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে আবারো চুরি!
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:২০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৫৯০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে আবারো চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, পীরগঞ্জ ঠাকুরপুর জামে মসজিদে মহিলাদের নামাজের ঘর থেকে দান বাক্স ভেঙ্গে টাকা চুরি হয়েছে। এর আগেও বেশ কয়েকবার এই দানবাক্স থেকে চুরি হয়েছে। এলাকাবাসী জানায়, মসজিদটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। তাছাড়া সবসময় মসজিদের ভেতর মোয়াজ্জিন ও খাদেম থাকে তারা থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো। তারা আরো জানায়, কমিটির অবহেলার কারণে এই চুরির ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা জানায়, মসজিদে চুরির ঘটনা খুবই নেক্কারজনক। চুরির ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়া দরকার।
ট্যাগ :