মদনা বাজারে কর্মি সমাবেশে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
- আপলোড টাইম : ০৯:১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৪২৭ বার পড়া হয়েছে
সারাজীবন মানুষের জন্য কাজ করে যেতে চায়
নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার চেতনা, স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক নৌকা আমার আস্থা, ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা আমার ঠিকানা। এর বাইরে আমার কোন অস্তিত্ব নাই, রাজনীতি নাই, কোন চিন্তা-চেতনা এবং কোন আদর্শ লক্ষ নাই। আর এসবের মাঝেই আমি আমার জীবন চলার পথের সকল পূর্ণতা পেয়েছি। আমি এই অর্জনগুলিকে পাথেয় করেই আমার আমার রাজনীতিকে এগিয়ে নিতে চায়। এলাকার সকল মানুষের ভালবাসায় সারাজীবন মানুষের জন্য কাজ করে যেতে চায়। আমাদের উন্নয়নের সরকারের সাফল্যের বার্তা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গা-২ আসনের ঘরে ঘরে পৌছাতে চায়। জননেত্রী শেখ হাসিনার সরকার আজ পদ্মা সেতুর কাজ শেষ করতে চলেছেন, এখন মেট্রোরেলের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, ক্ষমতা গ্রহনের সময় পাওয়া সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনকে আজ সাড়ে ১৮ হাজার মেগাওয়াট উৎপাদনে উন্নীত করতে সক্ষম হয়েছে আমাদের সরকার। শিক্ষার হার প্রায় শতভাগের দোড়গোড়ায়, নারী শিক্ষায় আমরা এখন অনেক দেশের চেয়ে এগিয়ে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির প্রায় সবটাই বাস্তবায়ন করে ফেলেছে আমাদের সরকার। তাহলে মানুষ কেন আবারো নৌকায় ভোট দেবেনা।
গতকাল বুধবার বিকালে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা বাজারে দলীয় কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা।
স্থানীয় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা হাজী আবেদ আলী বিশ্বাষের সভাপতিত্বে ও সাংবাদিক আজাদ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো মধ্যে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মন্ডল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহাসীন আলী, হাবিবুর রহমান হাবিব, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মজিবার রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহাসীন আলী, হাবিবুর রহমান হাবিব, দামুড়হুদা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাশেম, হাসান মেম্বর, হোসেন মেম্বর, জুড়ানপুরের আইন উদ্দীন মেম্বর, মদনার হাজী মনসুর আলী, জীবননগর উপজেলা যুবলীগ নেতা বিপ্লব হোসেন দিলু, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, সালাহউদ্দীন, আব্দুল মজিদ মোল্লা, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম রফি ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান কাদের, রিপন, রঞ্জু অনেকে। কর্মি সমাবেশ শেষে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হাশেম রেজা দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ও কুড়–লগাছী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা, হাট-বাজার ও জনপদে গণসংযোগ করেন।