চুয়াডাঙ্গা রজনীগন্ধা সড়ক পিচকরণ কাজের উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অগাস্ট ২০১৮
- / ৫৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং ওয়ার্ডে সড়ক ও জনপথ হতে হবিব মিয়ার বাগান পর্যন্ত ১.৮০ কি. মিটার (রজনীগন্ধা সড়ক) পিচকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও ঢাকা হতে আগত প্রকল্পের আর্কিটেক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), Third Urban Governance and Infrastructure Improvement (Sector) Project (UGIIP-3) প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার এই সড়ক কাজের উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. শাহিনা আক্তার রুবি, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল সহকারী প্রকৌশলী মো. রাফিউ রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, মহিমা এন্টার প্রাইজের সত্বাধিকারী ও ঠিকাদার প্রতিষ্ঠানের (এমটি ডিসি এমআরসি)’র স্থানীয় প্রতিনিধি রোকনুল হাসান, সি এন্ড বি পাড়া নিবাসী-প্রকৌশলী রফিকুল ইসলাম, আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নাসির উদ্দিন, সিএন্ডবি পাড়া জামে মসজিদের সভাপতি নূর ইসলাম, ইমাম আব্দুল গনি, ঔষধ ব্যবসায়ী আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল রাজ্জাক, ইছানুল, জেলা ছাত্রলীগের সাবেক ক্রিয়া সম্পাদক, হেড মিস্ত্রী আলম মিয়া ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার নবী মিয়াসহ এলাকার বসিন্দাগণ। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য ও চুয়াডাঙ্গা বাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।