সোনামণি স্যানালের ৩য় জন্মদিন পালিত
- আপলোড টাইম : ০২:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
- / ৫২৭ বার পড়া হয়েছে
সাংবাদিক সাইফ জাহানের কন্যা সোনামণি স্যানালের ৩য় জন্মদিন পালিত
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় সাংবাদিক সাইফ জাহানের কন্যা স্যানালের ৩য় জন্মদিন পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় বাড়ীর ছাদে জন্মদিনের কেক কাটা হয়। এসময় চুয়াাডঙ্গা সিভিল সার্জন ডা. মু. ছিদ্দিকুর রহমান, শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন, গ্লোব ফার্মাসিটিক্যালসের এরিয়া ম্যানেজার পল্টু রহমান, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক, যুগান্তরের রিপোর্টার ও ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমানউল্লাহ আমান, দেশ টিভির জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি উজ্জল মাসুদ, এসআই জসিম উদ্দীন, এসআই জাহাঙ্গীর আলম, এসআই খালিদ, স্যানালের ফুফাতো ভাই রাজসহ পরিবারের সদস্যরা ও স্যানালের ছোট্ট বন্ধুরা উপস্থিত ছিল। লাবিসা জাহান স্যানালের আব্বু দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার সাইফ জাহান ও আম্মু মিসেস লাবনী স্যানালের সুন্দর ভবিষৎ কামনা করেছেন এবং সবার কাছে সন্তানের জন্য দোয়া চেয়েছেন।