তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাঝে হুইল চেয়ার বিতরণ অব্যহত
- আপলোড টাইম : ০৯:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৪০৬ বার পড়া হয়েছে
দিলীপ কুমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো অসুস্থ টিপু
শহর প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গায় গরীব অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ অব্যহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা শহর সংলগ্ন দৌলাতদিয়াড় চুনুরীপাড়ায় হুইল চেয়ার বিতরণ করেন তারাদেবী ফাউন্ডেশনের কর্মকর্তারা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় চুনুরীপাড়ায় তারাদেবী ফাউন্ডেশনের কর্মকর্তারা মৃত নুরুল ড্রাইভারের ছেলে টিপুকে একটি হুইল চেয়ার প্রদান করে। নিজের বেকারত্ব দূর করার জন্য গত দু’বছর আগে ব্যাটারি চালিত ইজিবাইক (অটো) চালানো শিখতে যেয়ে দূর্ঘটনার শিকার হয়। ওই দূর্ঘটনায় টিপুর মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায় এবং সে বিছানাগত হয়ে যায়। তার স্বাভাবিক চলাফেরা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। টিপুর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় টিপুর মা অন্যের বাড়ীতে কাজ করে কোনোরকমভাবে সংসার চালিয়ে যাচ্ছেন। টিপুর মাকে অন্যের বাড়ীতে কাজ করতে হয়। বিধায় অসুস্থ টিপুর দেখভাল করার কেউ থাকে না বাড়ীতে। যেকারণে একটানা শুয়ে থাকতে হয় টিপুকে । যার ফলে টিপুর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। অসুস্থ টিপুর খবর জানতে পরেে তাকে সাহায্য করতে এগিয়ে আসে তারাদেবী ফাউন্ডেশন।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় তার বাড়িতে উপস্থিত হয়ে তারাদেবী ফাউন্ডেশনের পক্ষে অসুস্থ টিপুর চলাচলের জন্য একটি হুইল চেয়ার তুলে দেন তারাদেবী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি। হুইল চেয়ার পেয়ে টিপু’র পরিবার তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হুইল চেয়ার প্রদানকালে আরো উপস্থিত ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, সাংবাদিক রিফাত রহমান, দৌলাতদিয়াড়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম প্রমূখ।