দামুড়হুদার জগন্নাথপুরে কর্মি সমাবেশে মনোনয়ন প্রত্যাশী হাশেম রেজা
- আপলোড টাইম : ০৯:০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮
- / ৩৫৬ বার পড়া হয়েছে
জামায়াত-বিএনপি’র সহায়তায় এমপি লীগ সৃষ্টি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত-বিএনপি’র সহায়তায় এমপি লীগ সৃষ্ঠি করা হয়েছে। আর এই এমপি লীগের দাপটে আজ প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মিরা আজ বড় অসহায়। হামলা-মামলার ভয়ে তারা আজ রাজনীতির মাঠে-ময়দানে আসতে কিংবা কোন কথা বলতেও ভয় পায়। বিগত ১০ বছর আমাদের আসনে আমাদের দলের একজন সাংসদ দাপটের সাথে কর্তৃত্ব করে চলেছেন। চুয়াডাঙ্গা-২ আসনটি ভারত সীমান্তবর্তী হওয়ার কারনে তার এমপি লীগের সিন্ডিকেট বাহিনী চোরাচালানী-মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে চলেছেন অবলীলায়। বর্তমান জনবান্ধব সরকার দেশব্যাপী একযোগে মাদক বিরোধী চুড়ান্ত অভিযান শুরু করলে আমাদের সাংসদের আপন সহোদর আজ তালিকাভূক্ত মাদক স¤্রাট হিসাবে পালিয়ে গেছেন। জনশ্রুতি রয়েছে সাংসদ নিজেই তাকে পালিয়ে যেতে সার্বিক সহায়তা দিয়েছেন। আমরা আওয়ামী লীগের কর্মি হিসাবে আমরা এ লজ্জা ঢাকবো কিভাবে। আমি আপনাদের সামনে দৃঢ় কন্ঠে বলতে চায় যদি আমার বেলায় এ রকম হতো তাহলে অবিলম্বে আমি পদত্যাগ করতাম। আরো লজ্জার বিষয় আমাদের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভূক্ত চুয়াডাঙ্গা জেলার যে সকল মাদকব্যবসায়ী ও পৃষ্ঠপোষক রয়েছেন তার সিংগভাগ ওই এমপি লীগের নেতাকর্মি।
গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজার মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনোনয়ন প্রত্যাশী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা। প্রধান অতিথীর বক্তব্যে এ কথাগুলি বলেন। জগন্নাথপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইন্নাল শেখের সভাপতিত্বে ও সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আ.কাদের সর্দার, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহাসীন আলী, হাবিবুর রহমান হাবিব। এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাবুদ মেম্বর, হাসান মেম্বর, আইন উদ্দীন মেম্বর, আত্তাব মেম্বর, বিভাশ চন্দ্র, ইছাহক মেম্বর, মিনাজ উদ্দীন, জুড়ানপুর আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান মতি, ফিট্টু, বকুল শেখ, ই¯্রাফিল, বজলু, জয়নাল, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, আব্দুল মজি মোল্লা , নতিপোতা ইউনিয়ন যুবলীগ সভাপতি কাওসার আলী, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, রায়পুরের শাহবুদ্দিন খান, জহিরুল ইসলাম সহ স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চারুলিয়ার জসিম মেম্বর, আপেল উদ্দীন, আব্দুল মান্নান, ইউসুফ শেখ, আলি তরফদার,সদর শেখ, মিজানুর রহমান, সানোয়ার, আলমগীর,লালন শেখ, জসিম উদ্দীন,ছাত্রলীগ নেতা সাইবুর রহমান, আবুল হাশেম, ইব্রাহীম, মনজু, বকুল, সেলিম রেজা রঞ্জু, রিপন প্রমূখ।