কালীগঞ্জে সংঘর্ষে মহিলাসহ আহত ৭ : ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট
- আপলোড টাইম : ০৯:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৩৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাশবায়সা গ্রামে গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৭ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দাশবায়সা গ্রামের জহুরুল ইসলাম লস্কার, হাসি খাতুন, ছানারুদ্দীন লস্কার, ইসমাইল হোসেন, মাসুম লস্কার, হাসান ও বোরাক লস্কার। পুর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জহুরুল লস্কারের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয় বলে অভিযোগ। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হামলার বিষয়ে জানান, বহুদিন থেকেই দাশবায়সা গ্রামে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলাও আছে। সোমবার মাছধরাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের লোকজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কোন গুলির ঘটনা ঘটেনি বলে ওসি জানান। তিনি বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ থানায় কেও অভিযোগ দিতে আসেনি। পরিস্থিতি স্বাভাবিক ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।