অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গার থানা পুলিশের অভিযান
- আপলোড টাইম : ০৯:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৩৬৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ লক্ষীপুরে তিন ইভটিজার আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ লক্ষীপুর গ্রাম থেকে তিন ইভটিজারকে আটক করেছে। জানা গেছে, গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের ইউনুছ আলীর মেয়ে ১০ম শ্রেণির ছাত্রীর সাথে পার্শ্ববর্তী গোয়ালবাড়ী গ্রামের খলিলের ছেলে রিশাদের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৮মাস যাবত মোবাইল ফোনের মাধ্যমে তাদের এই সম্পর্কের সূচনা হয়। কয়েকমাস যেতে না যেতেই ওই স্কুলছাত্রী, তার প্রেমের সম্পর্ক ভেঙ্গে দেয়। এতে রিশাদ প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। গত ২৪ আগষ্ট রিশাদ ও তার দুই বন্ধু একই গ্রামের আব্দুল খালেকের ছেলে কালাম ও আসলাম মন্ডলের ছেলে নাজিম উদ্দিনকে সাথে নিয়ে ওই স্কুলছাত্রীর গ্রামে যায়। একপর্যায়ে রিয়াকে তুলে নেওয়ার হুমকি ও গালিগালাজ করে। এই ঘটনায় ওই স্কুলছাত্রী প্রাণের ভয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ গত রবিবার দিবাগত রাতে ওই তিন কিশোরকে আটক করেছে। আজ তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।