ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

যশোরে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
  • / ৩৫২ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: যশোর শহরের শঙ্করপুর এলাকায় মশিয়ার রহমান নামে (৪৫) এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মশিয়ার ওই এলাকার তকব্বর শেখের ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। তবে ঠিক কী কারণে দুর্বৃত্তরা মশিয়ারকে খুন করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, মশিয়ার বিএনপির কর্মী ছিলেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফার ছেলে মিশ্র এবং তার ভাই গোলাম রসুল ডাবলুর সাথে মশিয়ার রহমানের ভাতিজা শোভনের দ্বন্দ্ব ছিল। এর সূত্র ধরে রবিবার বিকেল ৫টার দিকে ৭/৮ জন দুর্বৃত্ত শোভনকে মারতে যায়। এসময় মশিয়ার রহমান লাঠি নিয়ে তাড়া করলে দুর্বৃত্তরা চলে যায়। পরে তারা আবার ফিরে এসে মশিয়ারকে ধাওয়া দিলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে মশিয়ারকে হত্যা করে চলে যায়। ওসি বলেন, হত্যাকা-ের প্রকৃত কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। একইসাথে হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

যশোরে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

আপলোড টাইম : ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮

সমীকরণ ডেস্ক: যশোর শহরের শঙ্করপুর এলাকায় মশিয়ার রহমান নামে (৪৫) এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মশিয়ার ওই এলাকার তকব্বর শেখের ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। বিএনপির রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। তবে ঠিক কী কারণে দুর্বৃত্তরা মশিয়ারকে খুন করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, মশিয়ার বিএনপির কর্মী ছিলেন। তবে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তিনি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে শহরের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফার ছেলে মিশ্র এবং তার ভাই গোলাম রসুল ডাবলুর সাথে মশিয়ার রহমানের ভাতিজা শোভনের দ্বন্দ্ব ছিল। এর সূত্র ধরে রবিবার বিকেল ৫টার দিকে ৭/৮ জন দুর্বৃত্ত শোভনকে মারতে যায়। এসময় মশিয়ার রহমান লাঠি নিয়ে তাড়া করলে দুর্বৃত্তরা চলে যায়। পরে তারা আবার ফিরে এসে মশিয়ারকে ধাওয়া দিলে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে মশিয়ারকে হত্যা করে চলে যায়। ওসি বলেন, হত্যাকা-ের প্রকৃত কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। একইসাথে হত্যাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।