আজ সরোজগঞ্জ পাঁচমাইল বাজারে ডা. মেহেদীর উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প
- আপলোড টাইম : ০৯:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৪৮৫ বার পড়া হয়েছে
আজ চুয়াডাঙ্গা পাঁচমাইল বাজারে দেশবরেণ্য চিকিৎসক, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদীর উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে তিনি এই ফ্রি-মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। আজ সকাল ১০টায় এই ফ্রি-মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপি এই ফ্রি-মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করবেন। এছাড়া ফ্রি-মেডিকেল ক্যাম্পে ফ্রি ঔষধপত্রসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৫ জন চিকিৎসক গরীব ও অসহায় রোগীদের সেবা প্রদান করবেন। -প্রেস বিজ্ঞপ্তি।