গাংনীর ধানখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপলোড টাইম : ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৩৩৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে টুনটুনী (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাইপুর ইউপির শালদহ গ্রামের মহিদ উদ্দীনের মেয়ে ও ধানখোলার নজরুল মিয়ার নাতনী। রোববার দুপুরে নানা নজরুল ইসলামের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। এসময় প্রতিবেশিরা খোজাখুজি করতে থাকে। পরে তাকে জীবত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় স্থানীয়দের বুদ্ধিতে তার পেটে পানি বের করতে পেটে হাতদিয়ে চাপ দেওয়া হয়। পেটে চাপ দেওয়ার একপর্যায়ে তার মুখ ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে প্রথমে গাংনী হাসপাতালে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেখানেও তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী যাওয়ার পথিমধ্যে রোববার সন্ধ্যায় সে না ফেরার দেশে চলে যান। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।