দর্শনা মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনায় দু’পরিবারের মারামারি
- আপলোড টাইম : ০৯:৩৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৩৫৩ বার পড়া হয়েছে
দু’লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ!
দর্শনা অফিস: দর্শনা মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগদ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবারে রাতে এ ঘটনাটি ঘটে। এতে বাড়ির গৃহবধু ও ছেলেকে মারধর করে আহত করে প্রতিপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগে জানা গেছে, গতকাল শনিবার দুপুরের দিকে দর্শনা সুইপার কলনীর সামনে পরিত্যাক্ত মাঠে ক্রিকেট খেলা করছিলো কেরুজ শ্রমিক নুরুল ইসলামের ছেলে রফিকুলসহ বেশ কয়েকজন। এসময় প্রতিবেশি হামিদের ছেলে ও ঘরজামাই মামুনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের সুত্র ধরে রাত সোয়া ৮ টার দিকে হামিদ কানার ছেলে ইসমাইল, ঘরজামাই মামুন, মামুনের স্ত্রী, কুলসুম, আজমপুরের হারুনের ছেলে অন্তর, কেরুজ মিলপাড়ার পা’কাটা বিল্লালের ছেলে সোহেল, মোহাম্মদপুরের আজাদের ছেলে নয়ন হামলা চালায় রফিকুলের বাড়িতে। এসময় রফিকুল ও মা আসমা বেগমকে ধারালো অস্ত্রদিয়ে মারধর করে। এরপর ঘরের মালামাল তছনছ করে ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, একটি টার্চ ও একটি বাটন মোবাইল ফোনসহ ঘরের দুই লাখ টাকার মালামাল লুট করে।
এঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ বিষয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলী জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম তবে অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এদিকে, প্রতিবেশী পরিবার সুত্রে জানা যায় রফিকুল ও তার মা আসমা হামিদের স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে ইসমাইলের মারধর করে।