দর্শনা পারকৃষ্ণপুরে নৌকা বাইচ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৩৪৫ বার পড়া হয়েছে
বেঠার তালে মাঝির মুখে হাইও হাইও আওয়াজ
দর্শনা অফিস: প্রতি বছরের ন্যায় এ বছরেও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের প্রত্যয় উন্মুক্ত পাঠাগারের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পারকৃষ্ণপুর ও মেমনগর সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় দামুড়হুদা উপজেলা ৭টি দল অংশগ্রহণ করেন। এ নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে পারকৃষ্ণপুর ব্রিজ ও মাথাভাঙ্গা নদীর দু’ধারে কয়েক হাজার লোকের সমাগম হয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন চন্ডিপুর সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দ্বিতীয় কুড়ুলগাছি একাদশ এবং তৃতীয় স্থান অধিকার করেন পারকৃষ্ণপুর একাদশ। প্রতিযোগীতা শেষে গ্রামের সমাজ সেবক আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, মাইটিভির বিশেষ প্রতিবেদক এসকে লিটন, দামুড়হুদা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইউনুচ আলী, প্রত্যয় উন্মুক্ত পাঠাগারের সভাপতি কিতাব আলী, শাকিল হোসেন, নাহিদ জুয়েল, সাগর প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগীতা পরিচালনা করেন আলী আহম্মেদ।
এদিকে, নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে ভীষণ মজা পেয়েছেন উপস্থিত দর্শকরা। ঢোলের তালে তালে বৈঠা মারা। হাইও হাইও আওয়াজ করে পানিতে ঝোপাত ঝোপাত শব্দে তুলে সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যগুলো ছিল অসাধারণ। এক কথায় নৌকা বাইচ দেখে মুগ্ধ উপস্থিত দর্শকরা।
সহকারী হিসাবে ছিলেন নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মোখলেচুর রহমান। পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দর্শনা নীল সেতার সাংস্কৃতিক সংগঠন।