চুয়াডাঙ্গায় এসএসসি ১৯৯৩ ও এইচএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৯:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৪৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় এসএসসি ১৯৯৩ইং সালের ব্যাচ ও এইচএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১২টার সময় এক আনন্দ র্যালি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। এসময় অতীতের স্মৃতিচারণ করে আলোচনা করা হয়। হাসি ঠাট্টা আর আনন্দে ভরপুর ছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো শিশুদের কবিতা আবৃত্তি ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর এসএসসি ১৯৯৩ইং সালের ব্যাচ ও এইচএসসি ১৯৯৫ ব্যাচের মৃত্যুবরণকারী বন্ধুদের আত্মার মাগফেরাত কামনা ও উপস্থিত বন্ধুদের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এ কে এম মামুন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।