কার্পাসডাঙ্গার কুতুবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
- আপলোড টাইম : ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৩০১ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৫টার সময় কুতুবপুর মাধ্যমিক মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কুতুবপুর-মুন্সিপুর ছাত্রকল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার সভাপতি মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান ভুট্ট প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারিক, শিক্ষক আশরাফুল হক, এমদাদুল হক, মো. রেজাউল করীম, ডা. মো. আব্দুর রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল করিম, মো. রফিকুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, মো. সমিদুল কাজল বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইজাজ আহম্মেদ।