চামড়ার স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করার উদ্যোগ নিন
- আপলোড টাইম : ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ২৮৩ বার পড়া হয়েছে
প্রতিবছর ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে চামড়া ব্যবসায়ীদের একাট্টা হতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ঈদুল আজহায় মৌসুমি চামড়া ব্যবসায়ীদের দেখা মেলে, যারা ঘুরে ঘুরে পাড়া-মহল্লা থেকে চামড়া সংগ্রহ করার পর আড়তে এনে বিক্রি করে। এবার যেন তার ব্যতিক্রম ঘটতে দেখা গেছে। এবার পাড়া-মহল্লায় মৌসুমি চামড়া ব্যবসায়ীদের খুব একটা দেখা মেলেনি। যারা ঘুরে ঘুরে চামড়া কিনেছে, তাদেরও মাথায় হাত। চামড়া কিনে আড়তে এসে অনেকেই অর্ধেক দামে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছে। এবার আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কম হওয়ার অজুহাতে দেশে চামড়ার দাম কমানো হয়েছিল। অন্যদিকে আগেরবারের চামড়া এখনো গুদামে থেকে যাওয়া এবং মূলধনের অভাবের অজুহাতে অনেক আড়তদারই বাজার থেকে নতুন চামড়া সংগ্রহ করেননি। অন্যদিকে দেশের প্রত্যন্ত অঞ্চলে কোনো সংগ্রহাগার না থাকায় ব্যবসায়ীরাও চামড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফলে এবারের কোরবানির ঈদে চামড়া ব্যবসায়ীদের, বিশেষ করে মৌসুমি ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। বাজারে চামড়ার দাম কমে যাওয়ার নেপথ্যে চামড়া সিন্ডিকেটের কারসাজি রয়েছে বলে অনেকের সন্দেহ। এ সন্দেহ একেবারে অমূলকও নয়। আমাদের দেশে অনেক ব্যবসায়ীর সততা ও নৈতিকতা নিয়ে যেসব অভিযোগ আছে তার একটি হচ্ছে সিন্ডিকেট বা জোট গঠন করা। এই সিন্ডিকেট ক্রেতা-বিক্রেতাদের ঠকিয়ে অতিরিক্ত মুনাফা করে। দেশে চামড়ার যে চাহিদা রয়েছে তার বেশির ভাগ সংগ্রহ করা হয় কোরবানির ঈদের সময়। সাধারণ মানুষের পক্ষে পশুর চামড়া ধরে রাখা সম্ভব হয় না। আর এরই সুযোগ নেয় ব্যবসায়ীরা। এবার ব্যবসায়ীদের সামনে রয়েছে অনেক অজুহাত। ট্যানারিশিল্প হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট সুবিধাদি পূর্ণমাত্রায় স্থাপিত হয়নি। সেখানে শোধনাগার পুরোপুরি চালু করা যায়নি। অন্যদিকে চামড়া পাচার ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। মূলধনের অভাব, ট্যানারি মালিকদের অনীহা, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়া ইত্যাদি অজুহাতে চামড়ার দাম কমানো হয়েছে বলে সাধারণ বিক্রেতাদের অভিযোগ। এ ধরনের অভিযোগ প্রতিবছরই শোনা যায়। অথচ প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের অত্যন্ত মূল্যবান কাঁচামাল নষ্ট হচ্ছে।