ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

আজ পবিত্র হজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
  • / ৪৬৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফাতের ময়দান। তীব্র গরমে দুনিয়ার নানা প্রান্ত থেকে সমবেত ২০ লাখেরও অধিক নারী-পুরুষ হজ পালনার্থী আজ এ বিশাল ময়দানে সমবেত। সউদী আরবের ক্যালেন্ডারে আজ ৯ জিলহজ। আরবীতে বলা হয়, ইয়াউমুল হজ বা ইয়াউমুল আরাফাহ। নবী করিম (সা.) বলেছেন, আল্লাহর দিবসসমূহের ভেতর সর্বোৎকৃষ্ট হচ্ছে জিলহজের ১০টি দিন। তন্মধ্যে উত্তম ৯ তারিখ হজের দিন। এদিন আমি মুহাম্মদসহ অন্য নবীগণ যে দোয়া পড়েছি তা হলো- “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।” গত দু’দিন ধরে দুনিয়ার সব হজযাত্রীকে মিনায় সমবেত করা হয়। হজ পর্বের এটাই শুরু। মিনায় ৬ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। তবে হজের অন্যতম ফরজ হচ্ছে আরাফাতের মাঠে অবস্থান। এটিই হজ। হজের অন্য দুইটি ফরজ ১. ইহরাম বাধা বা নিয়্যত করা, ২. মূল তওয়াফ করা। আজ হাজীরা দুপুর থেকে সূর্য অস্ত পর্যন্ত আবশ্যিকভাবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এখানেই হজের খুতবা দেয়া হবে। এবার খুতবা দেবেন মদীনার মসজিদের অন্যতম ইমাম শায়খ আহমদ আলুশ শায়খ। হাদীস শরীফে এসেছে, জিলহজের ৯ তারিখ রোজা রাখা গত ও আগামী বছরের গুনাহর কাফফারা স্বরূপ। তবে এ রোজা বিশ্বমুসলিমের জন্য নফল। হজ পালনরতদের জন্য নয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আজ পবিত্র হজ

আপলোড টাইম : ০৯:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮

ডেস্ক রিপোর্ট: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আজ আরাফাতের ময়দান। তীব্র গরমে দুনিয়ার নানা প্রান্ত থেকে সমবেত ২০ লাখেরও অধিক নারী-পুরুষ হজ পালনার্থী আজ এ বিশাল ময়দানে সমবেত। সউদী আরবের ক্যালেন্ডারে আজ ৯ জিলহজ। আরবীতে বলা হয়, ইয়াউমুল হজ বা ইয়াউমুল আরাফাহ। নবী করিম (সা.) বলেছেন, আল্লাহর দিবসসমূহের ভেতর সর্বোৎকৃষ্ট হচ্ছে জিলহজের ১০টি দিন। তন্মধ্যে উত্তম ৯ তারিখ হজের দিন। এদিন আমি মুহাম্মদসহ অন্য নবীগণ যে দোয়া পড়েছি তা হলো- “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।” গত দু’দিন ধরে দুনিয়ার সব হজযাত্রীকে মিনায় সমবেত করা হয়। হজ পর্বের এটাই শুরু। মিনায় ৬ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। তবে হজের অন্যতম ফরজ হচ্ছে আরাফাতের মাঠে অবস্থান। এটিই হজ। হজের অন্য দুইটি ফরজ ১. ইহরাম বাধা বা নিয়্যত করা, ২. মূল তওয়াফ করা। আজ হাজীরা দুপুর থেকে সূর্য অস্ত পর্যন্ত আবশ্যিকভাবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এখানেই হজের খুতবা দেয়া হবে। এবার খুতবা দেবেন মদীনার মসজিদের অন্যতম ইমাম শায়খ আহমদ আলুশ শায়খ। হাদীস শরীফে এসেছে, জিলহজের ৯ তারিখ রোজা রাখা গত ও আগামী বছরের গুনাহর কাফফারা স্বরূপ। তবে এ রোজা বিশ্বমুসলিমের জন্য নফল। হজ পালনরতদের জন্য নয়।