আলমডাঙ্গা দলিল লেখক সমিতির লাগাতার কলম বিরতি প্রত্যাহার
- আপলোড টাইম : ০৮:৫২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
- / ৩০৮ বার পড়া হয়েছে
হুইপ ছেলুন এমপির হস্তক্ষেপে আজ থেকে রেজিষ্ট্রি শুরু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাব রেজিষ্টারের সাথে দলিল লেখকদের মনমালিন্য, তাদের সাথে অসাদাচারন, বিভিন্ন অভিযোগের দীর্ঘ ৫০ দিন পর জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপির মধ্যস্থতায় আজ থেকে রেজিষ্ট্রি শুরু হচ্ছে। জানা গেছে, আলমডাঙ্গা সাব রেজিষ্টারের বিরুদ্ধে দুর্নীতি, দলিল লেখকদের সাথে ও সাধারণ মানুষের সাথে অসৌজন্য আচরনসহ বিভিন্ন অভিযোগ তুলে দলিল লেখক সমিতি কলম বিরতি কর্মসুচি পালন করে। এতে সাব রেজিষ্ট্রি অফিসে সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ জনগন চরম ভোগান্তির শিকার হতে থাকে। এভাবে দলিল লেখকবৃন্দ সাব রেজিষ্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ তাকে অন্যত্র বদলি না হওয়া পর্যন্ত কোন প্রকার কার্যক্রম চলবে না বলে সাফ জানিয়ে দেন। তাদের কলম বিরতি এক পর্যায়ে লাগাতার আন্দোলনে রুপ নেয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগন। এবিষয়ে দলিল লেখক সমিতি জাতীয় সংসদের হুইপ ছেলুন এমপির সাথে সাক্ষাত করেন। তারা স্ববিস্তারে তাদের আন্দোলনের বিষয় তুলে ধরলে এলাকার জনগনের কথা ভেবে এমপি মহোদয় ডিও লেটার দেন বদলির জন্য। এদিকে, সাব রেজিষ্টার ও তার খুটির জোর দেখাতে থাকে। এরই এক পর্যায়ে গতকাল রবিবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলিল লেখক ও সাবরেজিষ্টারের সাথে বৈঠক করে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়ায় আজ থেকে আবার আলমডাঙ্গা সাব রেজিষ্ট্রি অফিসে প্রাণ ফিরে আসবে, ভোগান্তি ঘুচবে সাধারণ জমি ক্রেতা বিক্রেতাদের। সাব রেজিষ্টার প্রতি সপ্তাহে দুই দিন অফিস করতেন তাও প্রতি সোম ও মঙ্গলবার। কিন্ত সে আসতেন বেলা ৩ টায়। যে কারনে ভোগান্তির শিকার হত সাধারণ ক্রেতা বিক্রেতারা।