শিরোনাম:
দামুড়হুদা ডুগডুগিতে মাথায় পাঁকা তাল পড়ে গুরুত্বর আহত ১০ মাসের শিশু
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৮:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
- / ৩৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা ডুগডুগির ছোট দুধ পাতিলায় নিজ বাড়িতে তাল গাছের নিচে খেলা করার সময় মাথার উপর তাল পড়ে গুরুত্বর আহত হয়েছে এক শিশু কন্যা। গতকাল রবিবার বিকাল ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত শিশু কন্যা দামুড়হুদা ডুগডুগির ছোট দুধ পাতিলার মিনার হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (১০ মাস)। জানা যায়, গতকাল রবিবার বিকাল ৬টার দিকে নিজ বাড়ির তাল গাছের নিচে খেলা করছিল শিশু মরিয়ম। খেলা করার এক পর্যায়ে একটি পাকা তাল শিশুটির মাথার উপর পরে। পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শিশু মরিয়ম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল।
ট্যাগ :