শিরোনাম:
চুয়াডাঙ্গা সদর হাহপাতাল থেকে হাতেনাতে পকেটমার আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৮:৩৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
- / ৩২৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে পকেট মারার সময় হাতেনাতে আটক হয়েছে হোসেন শাহা নামের এক পকেটমার। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত পকেটমার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার লিটন শাহার ছেলে হোসেন শাহা (২৫)। জানা যায়, গতকাল রবিবার সকলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে এসেছিল মো. আলী নামের এক ইমাম সাহেব। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০৯নং কক্ষের সামনে থেকে একটি পকেটমার তার পকেটে হাতদিলে তিনি হাতে নাতে চোরকে ধরে ফেলে। এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিরাপত্তায় রক্ষার দায়িত্বে থাকা দু’জন পুলিশ পকেটমার হোসেনকে চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃপক্ষে হাতে সোপর্দ করে।
ট্যাগ :