চুয়াডাঙ্গা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান
- আপলোড টাইম : ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে হবে
নিজস্ব প্রতিবেদক: কৃতি শিক্ষার্থীরা যেমন দেশের ভবিষৎ তেমনি নতুন পরিক্ষার্থীদের অনুপ্রেরণাও বটে। তাদের দেখে নতুনদের মধ্যে আগ্রহের সৃষ্টি হবে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়াটাও এক প্রকার শিক্ষা। এমনই ব্যতিক্রম ধারণার ভিত্তিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের বিশেষ প্রচেষ্টায় এবারেই প্রথমবারের মত চুয়াডাঙ্গা সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০১৮ সালে এইচএসসি পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী এবং ২০১৭ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. কামরুজ্জামান বলেন- চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত হলেও উচ্চ শিক্ষিত ও সৃজনশীল শিক্ষায় শিক্ষিত নয়। এ কারণে এ জেলা থেকে সরকারিভাবে দেশে-বিদেশে উচ্চপদস্থ লোকবল কম। এ সংকট নিরসনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল অর্জন করতে হবে। শুধু পড়ালেখায় ভালো হয়ে নয়, একজন আদর্শ মানুষ হয়ে পিতা-মাতার স্বপ্ন পূরণ করা তোমাদের উচিত। আজকের এই কৃতিত্ব রেজাল্ট থেকে অনুপ্রাণিত হয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। তবেই জীবনযুদ্ধে তোমাদের স্বপ্নগুলো সার্থক হবে। আমি বিশ্বাস করি, এখান থেকেই আগামীতে বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সরকারী আমলা তৈরী হবে। তোমরা চুয়াডাঙ্গার গর্ব। তোমাদের মেধা ও প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে তোমরা কাজ করে যাবে।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাইফ’র উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. এলাম হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হক ও সাধারণ সম্পাদক মো. জানিফ। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক, প্রভাষকসহ শিক্ষার্থীবৃন্দ।