শিরোনাম:
দর্শনায় পরকীয়া প্রেমে পড়ে জনি গ্যাড়াকলে প্রেমিকার অনশন
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০১৬
- / ৩৫০ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা পৌর এলাকায় পরকিয়া প্রেমের গ্যাড়াকলে জনি। প্রেমিকা তাসলিমা দিনভর প্রেমিক জনির বাড়ীতে অনশন। গতকাল দুপুরের দিকে রামনগর বটতলা পাড়র খেদের আলীর ছেলে ফরজ আলী এক সন্তানের জননী তাসলিমা খাতুনের সাথে একই পাড়ার ইসলামের ছেলে জনি (২৫) অসামাজিক কাজে লিপ্তথাকা অবস্থায় প্রতিবেশীরা হাতে-নাতে ধরে ফেললে তাসলিমা তার পরকিয়া প্রেমিক জনির বাড়ীতে অনশন শুরু করে এবং অবশেষে দর্শনা পৌরসভার প্যানেল মেয়রসহ স্থানীয় লোকজন তাদের বিয়ে দিয়েছেন বলে জানা গেছে। এবিষয়ে সাংবাদিকরা জানতে গেলে লম্পট জনির চাচা আকালে সাংবাদিকদের সাথে অসদাচরণ করে এবং দেখে নেওয়ার হুমকী দেই। আকালের খুটির জোর কোথায় বিষয়টি খতিয়ে দেখতে দর্শনা তদন্ত কেন্দ্রের আইসির সুদৃষ্টি কামনা করেছে সাংবাদিক নেতৃবৃন্দ।
ট্যাগ :