ইপেপার । আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮
  • / ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার সকাল ১১টায় তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় হতে ১০টি ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়। ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ফাউন্ডেশনের উপদেষ্টা সরদার আল আমিন এবং ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, ক্রীড়া সম্পাদক মিলন বিশ্বাস, নির্বাহী সদস্য মাফিজুর রহমান মাফি ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, তারাদেবী ফাউন্ডেশনের ফাউন্ডার দিলীপ কুমার আগরওয়ালার এই মহতি উদ্যোগের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, যুবকরাই আগামী দিনের শক্তি। তাদেরকে আগামীর দায়িত্ব গ্রহণের হাতছানি দিচ্ছে। সুতরাং বিশ্বের বুকে দেশকে পরিচিত করতে হলে যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজারাহাটি সততা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারী নয়ন, তালতলা চৌধুরী স্পোর্টিং ক্লাবের সেক্রেটারী রাসেল, মল্লিকপাড়া এ্যাডভ্যান্স স্পোর্টিং ক্লাবের সভাপতি সবুজ, মাস্টারপাড়া ইয়াং বয়েজ ক্লাবের সভাপতি ইমন, দৌলৎদিয়াড় নিউ জুনিয়র ক্লাবের সেক্রেটারী কামরান, বাগানপাড়া ইয়াং স্টার ক্লাবের সেক্রেটারী আফ্রিদি, আলুকদিয়া একতা ক্লাবের সেক্রেটারী রাজু, খাদিমপুর ফেরারী ক্লাবের সভাপতি গৌতম, মুন্সিগঞ্জ যুব উন্নয়ন সংঘের সেক্রেটারী হারিববুর রহমান ও সরোজগঞ্জ সি.ডি ক্লাবের সাধারণ সম্পাদক সজীব। ফুটবল গ্রহণকালে উপস্থিত তরুণ ফুটবলারগণ তারাদেবী ফাউন্ডেশনের সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভবিষ্যতে আরো অগ্রণী ভুমিকা রাখবেন এইটুকুই ক্রীড়ামোদীদের প্রত্যাশা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল বিতরণ

আপলোড টাইম : ০৮:২২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮

নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার সকাল ১১টায় তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয় হতে ১০টি ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করা হয়। ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ছিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি ফাউন্ডেশনের উপদেষ্টা সরদার আল আমিন এবং ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ ও ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, ক্রীড়া সম্পাদক মিলন বিশ্বাস, নির্বাহী সদস্য মাফিজুর রহমান মাফি ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, তারাদেবী ফাউন্ডেশনের ফাউন্ডার দিলীপ কুমার আগরওয়ালার এই মহতি উদ্যোগের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, যুবকরাই আগামী দিনের শক্তি। তাদেরকে আগামীর দায়িত্ব গ্রহণের হাতছানি দিচ্ছে। সুতরাং বিশ্বের বুকে দেশকে পরিচিত করতে হলে যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজারাহাটি সততা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারী নয়ন, তালতলা চৌধুরী স্পোর্টিং ক্লাবের সেক্রেটারী রাসেল, মল্লিকপাড়া এ্যাডভ্যান্স স্পোর্টিং ক্লাবের সভাপতি সবুজ, মাস্টারপাড়া ইয়াং বয়েজ ক্লাবের সভাপতি ইমন, দৌলৎদিয়াড় নিউ জুনিয়র ক্লাবের সেক্রেটারী কামরান, বাগানপাড়া ইয়াং স্টার ক্লাবের সেক্রেটারী আফ্রিদি, আলুকদিয়া একতা ক্লাবের সেক্রেটারী রাজু, খাদিমপুর ফেরারী ক্লাবের সভাপতি গৌতম, মুন্সিগঞ্জ যুব উন্নয়ন সংঘের সেক্রেটারী হারিববুর রহমান ও সরোজগঞ্জ সি.ডি ক্লাবের সাধারণ সম্পাদক সজীব। ফুটবল গ্রহণকালে উপস্থিত তরুণ ফুটবলারগণ তারাদেবী ফাউন্ডেশনের সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভবিষ্যতে আরো অগ্রণী ভুমিকা রাখবেন এইটুকুই ক্রীড়ামোদীদের প্রত্যাশা।