জীবননগরে সিএনজি তল্লাশী করে ৮২ বোতল ফেনসিডিলসহ আটক ২
- আপলোড টাইম : ০৮:১৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮
- / ৪১৮ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে যাত্রীবাহি সিএনজি তল্লাশী করে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার ও নারী মাদকব্যবসায়ীসহ দুই মাদকব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর পৌর শহরের অদূরে ফুলতলা মসজিদ সংলগ্ন কালুর চায়ের দোকানের সামনে সিএনজি তল্লাশী করে এ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার সার্থে জীবননগর থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ পাহারাসহ বিভিন্ন গাড়ি তল্লাশী করে। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা থেকে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান নিজে উপস্থিত হয়ে জীবননগর থানার এসআই শতদল মজুমদার, এএসআই সাজ্জাদ, এএসআই রতনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৮টার দিকে জীবননগর শহর থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি সিএনজি পিয়ারাতলা ফুলতলা মসজিদের সামনে সিএনজি দাড় করিয়ে তল্লাশী করে। এসময় গাড়ির ভিতরে থাকা একটি বস্তায় রাখা কাথার ভিতর থেকে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জীবননগর পৌরসভার নারায়ণপুর সরকারপাড়ার হাতেম আলীর ছেলে রয়েল এক্সপ্রেসের হেলপার কাশেম (৩০) এবং জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের গনি মোল্লার স্ত্রী মুসলিমা খাতুনকে (৩৫) আটক করে।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ফেনসিডিলসহ দুই জনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যাতে কোন রকম সমস্যা না হয়। সে জন্য উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং সন্দেহ হলেই গাড়ি তল্লাশী করা হচ্ছে। এই তল্লাশী চলাকালিন একটি সিএনজির ভিতরে বস্তার মধ্যে রাখা ৮২ বোতল ফেনসিডিল ও এর সাথে জড়িত দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।