শিরোনাম:
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় নিহত ২ : আহত অন্তত ১০
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৮:২৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
- / ৩৫৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের বেজপাড়ায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে পিকুল নামে একজন, সদর উপজেলার সাদুহাটি স্কুলের কাছে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। আর বিষয়খালী বাজারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং দুপুরে কালীগঞ্জ-যশোর মহাসড়কের রঘুনাথপুর মাঠে যাত্রীবাহী পলাশ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫১১৭০৯) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৬ জন আহত হন। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক ও কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন। আহতদের কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগ :