“বাল্যবিবাহ প্রতিরোধ করুন ও মাদকমুক্ত সমাজ গড়ুন” শ্লোগানে
- আপলোড টাইম : ০৮:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
- / ৪৫৩ বার পড়া হয়েছে
জীবননগরে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন
জীবননগর অফিস: “আপনার সন্তানকে স্কুলে পাঠান, বাল্যবিবাহ প্রতিরোধ করুন, মাদককে না বলুন মাদকমুক্ত সমাজ গড়–ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর পৌরসভার পুরাতন তেঁতুলিয়া গ্রামে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় পুরাতন তেঁতুলিয়া যুব সংগঠনের আয়োজনে বন্ধু রক্তদান কেন্দ্রের সহযোগিতায় তেঁতুলিয়া যুব সংগঠনের সভাপতি মুসফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারী কলেজের প্রভাষক মাও. শওকত আলী, যাদবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, শাহাজাহান বিশ্বাস, কলিম উদ্দিন বিশ্বাস, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুরাতন তেঁতুলিয়া যুব সংগঠনের ফারুক হোসেন, নাজমুল ইসলাম মন্টু, মিলন হোসেন, মারুফ, ইসমাইল, সালাম, মুকুল, রকিবুল, রাজু, বাবুল, বন্ধু রক্তদান কেন্দ্রের সোহেল, এআর ডাবলু, শাকিল হাসান, রবিন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক মুক্ত, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হলে যুবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সমস্ত ভালো কাজে যুবকদের ভূমিকা অপরিসীম তাই সকলের উচিত একটি সুখী সমৃদ্ধি সমাজ গড়তে যুবকদের সার্বিক সাহায্য সহযোগিতা করা। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নাজমুল ইসলাম মন্টু।