চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত
- আপলোড টাইম : ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৪৪১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা মহিলা আওয়ামী লীগ ও জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার উদ্যোগে দোয়া, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এই দোয়া, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাছুমা আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সদস্য শেফালি খাতুন, ৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আছিয়া খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সম্পা খাতুন, ফরিদা ইয়াসমিন রীনা, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য রাফিয়া খাতুন, রোজিনা আক্তার, শাহাজাদি মিলি। জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে আরো উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান, মাঠ সমন্বয়কারী ছুরুত জামাল, ট্রেড প্রশিক্ষক ছনিয়া আক্তার, সহকারি প্রোগ্রামার ভরত কুমার, কম্পিউটার প্রশিক্ষক তাপস কুমার, সহকারি ট্রেড প্রশিক্ষক রাশিদা খাতুন প্রমূখ।
অন্যদিকে, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র চুয়াডাঙ্গা এরিয়া অফিসের উদ্যোগে দোয়া, আলোচনা ও মিলাদ মাহফিলসহ শোক র্যালির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার প্রদীপ কুমার চন্দ্র দাস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। তাই ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শ ও নীতিকে নিঃশেষ করতে পারেনি। এই দেশ ও জনগণ যতদিন থাকবে ততদিন জাতির পিতার নাম এদেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।
ব্রাঞ্চ ম্যানেজার লতিফুল কবির স¤্রাটের সার্বিক পরিচালনায় আলোচনা সভা ও শোক র্যালিতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
গাংনী অফিস জানিয়েছে, গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভরাট মাদ্রাসায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রিকাত আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, বামন্দী ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস, তেঁতুলবাড়িয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বামন্দী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমঝুপি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে পিকেএসএফ ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও আমঝুপি শিক্ষা উন্নয়ন কমিটি যৌথভাবে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনী থেকে এক রিডিং প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, গণসাক্ষরতা অভিযানের সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাকিবা খাতুন, দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ আহম্মেদ, শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য আ. রকিব, আজগর আলী মাস্টার ও আমঝুপি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা পারভিন। বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রিডিং প্রতিযোগিতার শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিযাত্রা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাদ আহম্মেদ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছে, সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় উপজেলার ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন মেম্বর মো. হাবিবুর রহমান, শাহাজউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল প্রমূখ। আলোচনা শেষে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মেম্বর মো. তবিবর রহমান।
এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ মহেশপুর-কোটচাঁদপুর আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. রোকনুজ্জামান প্রিন্সের উদ্যোগে তালসার বাজারের আওয়ামী লীগের কার্যালয়ে মো. রবিউল হোসেন মেম্বরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এছাড়াও ভাষাণপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাষাণপোতা-আমিননগর দাখিল মাদ্রাসা, ভাবদিয়া-গাড়াপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৫ই আগষ্ট সকাল ৮টায় মহান স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভাষাণপোতা-আমিননগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইছহাক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জাতীর জনকের স্মৃতিচারণে গঠনমূলক বক্তব্য রাখেন সুপার মাওলানা বেলাল হুসাইন, সহ-সুপার মাওলানা রফিকুল্লাহ, মাওলানা আলফাজ উদ্দীন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
\
এছাড়া ভাষাণপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছহাক চৌধুরী, সাংবাদিক মো. ওবায়দুল হক, সাংবাদিক মমিনুর রহমান মমিন প্রমূখ। ভাবদিয়া-গাড়াপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, ছাবিহা সুলতানা প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ও আবুল হাশেম প্রমুখ।
দত্তনগর প্রতিনিধি জানিয়েছে, মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউপির ২নং ওয়ার্ড কেশবপুর গ্রামে আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গত ১৫ই আগষ্ট বুধবার সকালে স্বরূপপুর ইউপির সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন স্বরুপপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রশিদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন। এদিকে, অত্র ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান স্বরুপপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বরূপপুর ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হান্নান।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজনে জাতির পিতাকে স্মরণ করেছে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও আ.লীগ। দিবসটি উপলক্ষে গত বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩- আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা বিপ্লব কুমার সাহা, পৌর মেয়র জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শামীম আরা হ্যাপী, পুলিশ কর্মকর্তা ওসি (তদন্ত) জয়নাল আবেদীন সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, আ.লীগ নেতা কাজী আলমগীর।
এদিকে, দিবসটি উপলক্ষে কোটচাঁদপুর পৌর আ.লীগ ও যুবলীগের উদ্যোগে স্থানীয় বাজার চত্বরে শোক সভার আয়োজন করা হয়। পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দীন, পৌর মেয়র জাহিদুল ইসলাম, পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর মনিরুল আলম, পৌর যুবলীগ সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান আ.লীগ নেতা মীর কাশেম আলীসহ স্থানীয় নেতাকর্মিরা।