ইপেপার । আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

নির্বাচনের আগে কোনো সংলাপ নয় : ইসি সচিব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
  • / ৩৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের আর কোনো সংলাপের সম্ভাবনা নেই। আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন হবে। সেই লক্ষ্যে ইসি কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেছেন। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে দিন গণনা শুরু হবে ৩০ অক্টোবর থেকে। ইসি সচিব বলেন, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইসির আছে। নির্বাচনের তারিখ নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে ভোট গ্রহণ হবে। হেলালুদ্দীন জানান, সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি) সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকার হোটেল র‌্যাডিসনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্মেলনে কোন দেশে কীভাবে নির্বাচন হয়ে থাকে, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নির্বাচনের আগে কোনো সংলাপ নয় : ইসি সচিব

আপলোড টাইম : ০৯:২৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলের আর কোনো সংলাপের সম্ভাবনা নেই। আমরা ধরে নিচ্ছি ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন হবে। সেই লক্ষ্যে ইসি কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেছেন। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে দিন গণনা শুরু হবে ৩০ অক্টোবর থেকে। ইসি সচিব বলেন, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইসির আছে। নির্বাচনের তারিখ নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে ভোট গ্রহণ হবে। হেলালুদ্দীন জানান, সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি) সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকার হোটেল র‌্যাডিসনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্মেলনে কোন দেশে কীভাবে নির্বাচন হয়ে থাকে, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।