চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো ইজিবাইক চুরি
- আপলোড টাইম : ০৮:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / ৩৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বর থেকে ইজিবাইক চুরির এ ঘটনা ঘটে। ইজিবাইক চুরির ঘটনা নতুন নয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গত ২ মাসে দুইটি ইজিবাইকসহ একটি অটো ভ্যান চুরি হয়ে যাওয়ার পরও চোরচক্রের সদস্যদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি। চোর চক্রকে ঠেকাতে হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হলেও অটো, অটোভ্যান, সাইকেলসহ চুরি হচ্ছে রোগিদের টাকা-পয়সা, মোবাইল ফোন। গতকাল রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বর থেকে চুরি হয়ে যায় মফিজুল ইসলামের (৩৫) ইজিবাইকটি। দামুড়হুদা উপজেলার জয়রামপুর শাহাপাড়ার ফজলুর রহমানের ছেলে মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে ইজিবাইক চালিয়ে আসছে।
জানা যায়, গতকাল সকালে ইজিবাইক চালক মফিজুল হাসপাতালে ভর্তি থাকা বড় ভাবিকে দেখতে এসেছিল। এ সময় হাসপাতালের ইজিবাইক স্ট্যান্ডের সামনে ইজিবাইকটি রেখে হাসপাতালের ভিতরে যায়। এর কিছুক্ষন পর বাইরে এসে ইজিবাইকটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অনেক খোঁজাখুজির করে কোথাও ইজিবাইকটি না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় যেয়ে একটি সাধারণ ডায়েরি করে।
এদিকে, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট যে, কয়েকজন চোর মিলে অভিনব কৌশলে ইজিবাইকটি চাবি ছাড়াই চালু করে ফেলে ও ইজিবাইকটি চালিয়ে হাসপাতালের বাইরে চলে যায়। নিত্যদিনের এই চুরির ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির বলেন, পূর্বের চুরির সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেয়া হয়েছিল চোর আটক এবং ইজিবাইকটিকে উদ্ধারের জন্য। পূর্বের ন্যায় এবার ও সিসি ক্যামেরায় এই চুরির দৃশ্য ধরা পড়লেও, পুলিশ এখন পর্যন্ত কোন চোরকে আটক বা চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করতে পারেনি। তবে এবারে কয়েকজন চোরের চুরির ঘটনাটি স্পষ্ট হলেও কোন চোরকেই সনাক্ত করা যায়নি। অন্যদিকে পুলিশ জানায় যে, তারা অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এছাড়াও পূর্বের চুরির ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।