গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদায় পুলিশি অভিযান
- আপলোড টাইম : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
- / ৩৪৮ বার পড়া হয়েছে
মাদকব্যবসায়ীসহ আটক ২ : গাঁজা উদ্ধার
দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনায় ৫০ গ্রাম গাঁজাসহ নিজামুল (৫৬) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালের দিকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পরানপুর গ্রামের লাল মহাম্মদের ছেলে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এএসএই গোলাম রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা মাইক্রোবাস স্ট্যান্ডে। এসময় ৫০ গ্রাম গাঁজাসহ নিজামুলকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে ওই দিনই সোপর্দ করা হয়েছে।
এদিকে, দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ’ গ্রাম গাঁজাসহ মাদকব্যবসায়ী আরিফকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ মদনা গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ ইউনুচ আলীর নেতৃত্বে এএসআই গোলাম রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদক বিরোধী অভিযান চালান দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের পাঠানপাড়ায়। এসময় ৩শ’ গ্রাম গাঁজাসহ আরিফকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ বলেছে সে শুধুমাত্র মুনিষ। আটককৃত গাঁজার প্রকৃত মালিক মদনা গ্রামের মুলামের ছেলে আলার। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।