চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
- আপলোড টাইম : ০৮:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
- / ৫৭৩ বার পড়া হয়েছে
এক বস্তা ফেনসিডিলসহ উথলীর ছামাদুল আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উথলী গ্রামের ছামাদুল (৩৮) নামে একজনকে বস্তা ভর্তি ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় প্লাস্টিকের বস্তাটি থেকে ১শ’ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উথলী গ্রামের আমতলাপাড়া নামকস্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম, আবুবক্কর সিদ্দিক, এএসআই সহিদসহ সঙ্গীয় ফোর্স জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুল আজিজের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী ছামাদুলকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা চেক করে তার মধ্যে থেকে ১শ’ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। পরে আটককৃত আসামীকে ফেনসিডিলসহ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।