ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে ও ঝিনাইদহে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • / ১২৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নিপীড়ন, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর ও ঝিনাইদহ প্রেসক্লাব।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নিপীড়ন, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর প্রেসক্লাব। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সুজন’র সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, কোন কারণ ছাড়ায় সারাদেশে সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। অথচ সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও অনিয়মের চিত্র তুলে ধরে। কিন্তু কোন সময় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছেনা। সম্প্রতি সাংবাদিকদের উপর যে হামলা চালানো হয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতার আনার দাবি জানিয়েছেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। ঢাকায় ছাত্র আন্দোলনের মধ্যে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে।
মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


ঝিনাইদহ অফিস জানিয়েছে, সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে গতকাল শনিবার ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলার সাংবাদিকরা। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা ঝিনাইদহ প্রেসক্লাবে জড়ো হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি চলাকালে সাংবাদিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এদিকে, মানববন্ধন কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশ ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ার্দ্দার বাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু, দৈনিক কালের কন্ঠের এম সাইফুল মাবুদ ও ইত্তেফাকের বিমল কুমার সাহা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন- সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে পেশাগত দায়িত্ব থেকে সরানো যাবে না। এসময় প্রথম আলোর ঝিনাইদহ নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
দত্তনগর প্রতিনিধি জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনের সময় ঢাকায় সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের মহেশপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ইউনিটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহেশপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ওবাইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি খাইরুজ্জান চপল, সহ-সভাপতি ইয়াকুব আলী মাষ্টার, রায়হান কবীর, রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিএম আক্তারুজ্জামান রিপন, জাকির হোসেন, সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কোষাধ্যক্ষ জামশেদ আলম বকুল, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক মশিয়ার রহমান টিংকু, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী খোকন, নির্বাহী সদস্য আব্দুর রহিম, রবিউল ইসলাম, অমিত সরকার, আবু সাইদ, আশিকুর রহমান, খলিলুর রহমা চঞ্চল, সদস্য সেলিম রেজা, রিপন আলী প্রমূখ। বক্তাগণ সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরে ও ঝিনাইদহে মানববন্ধন

আপলোড টাইম : ০৮:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮

ডেস্ক রিপোর্ট: সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নিপীড়ন, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর ও ঝিনাইদহ প্রেসক্লাব।
মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নিপীড়ন, মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মেহেরপুর প্রেসক্লাব। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক-উল আলম। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সুজন’র সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, কোন কারণ ছাড়ায় সারাদেশে সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। অথচ সাংবাদিকরা সমাজের উন্নয়ন ও অনিয়মের চিত্র তুলে ধরে। কিন্তু কোন সময় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হচ্ছেনা। সম্প্রতি সাংবাদিকদের উপর যে হামলা চালানো হয়েছে তাদের চিহ্নিত করে বিচারের আওতার আনার দাবি জানিয়েছেন। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ বজায় রাখতে রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আরো বেশি আন্তরিক হতে হবে। ঢাকায় ছাত্র আন্দোলনের মধ্যে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে হবে।
মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


ঝিনাইদহ অফিস জানিয়েছে, সাংবাদিক নির্যাতন ও হামলার প্রতিবাদে গতকাল শনিবার ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলার সাংবাদিকরা। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা ঝিনাইদহ প্রেসক্লাবে জড়ো হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি চলাকালে সাংবাদিকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এদিকে, মানববন্ধন কর্মসুচি শেষে এক প্রতিবাদ সমাবেশ ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ার্দ্দার বাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউএনবি প্রতিনিধি আমিনুর রহমান টুকু, দৈনিক কালের কন্ঠের এম সাইফুল মাবুদ ও ইত্তেফাকের বিমল কুমার সাহা বক্তব্য রাখেন। বক্তাগন বলেন- সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন চালিয়ে পেশাগত দায়িত্ব থেকে সরানো যাবে না। এসময় প্রথম আলোর ঝিনাইদহ নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
দত্তনগর প্রতিনিধি জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনের সময় ঢাকায় সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের মহেশপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ইউনিটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মহেশপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ওবাইদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিটির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি খাইরুজ্জান চপল, সহ-সভাপতি ইয়াকুব আলী মাষ্টার, রায়হান কবীর, রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিএম আক্তারুজ্জামান রিপন, জাকির হোসেন, সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কোষাধ্যক্ষ জামশেদ আলম বকুল, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক মশিয়ার রহমান টিংকু, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী খোকন, নির্বাহী সদস্য আব্দুর রহিম, রবিউল ইসলাম, অমিত সরকার, আবু সাইদ, আশিকুর রহমান, খলিলুর রহমা চঞ্চল, সদস্য সেলিম রেজা, রিপন আলী প্রমূখ। বক্তাগণ সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।