ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লর্ডসে টাইগারদের লজ্জা এখন ভারতের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • / ১২৬৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিং ভেলকিতে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয় ভারত। আর এতে লর্ডসে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জা কমালো তারা। এই মাঠে গত ১০০ বছরে প্রথমে ব্যাট করে ওভারের হিসাবে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস এটি। এর আগেই দ্বিতীয় সর্বনিম্ন ১০৮ রানের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০৫ সালের জুনে হওয়া ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩৮.২ ওভারে অলআউট হয়েছিল তারা। এটা ছিল বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর। এদিন নিজেদের ক্রিকেট ইতিহাসে ১৩তম টেস্ট খেলে টাইগাররা। লর্ডসে ১০০ বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড জিম্বাবুয়ের। ২০০০ সালে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ৮৩ রানে। ইনিংটি স্থায়ী ছিল ৩০.৩ ওভারে। বিশ্বের অন্যতম সেরা এই মাঠে প্রথমে ব্যাট করে সব মিলিয়ে এটি (ভারতের ৩৫.৩) চতুর্থ সর্বনিম্ন ইনিংস। আর ভারতের দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৭৪ সালে ভারত ৪২ রানে অলআউট হয়েছিল ১৭ ওভারে, যা এখনো লর্ডসে তাদের সবচেয়ে সংক্ষিপ্ততম ইনিংস। অবশ্য সেটি ম্যাচের তৃতীয় ইনিংসে। ১৯৯০ সালের পর ভারত কখনোই লর্ডসে ৬২ ওভারের নিচে অলআউট হয়নি। জবাবে গতকাল ২৩০/৫ সংগ্রহ নিয়ে ম্যাচের তৃতীয় দিনের চা বিরতিতে যায় ইংল্যান্ড।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লর্ডসে টাইগারদের লজ্জা এখন ভারতের

আপলোড টাইম : ০৮:২৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮

খেলাধুলা ডেস্ক: জেমস অ্যান্ডারসনের অসাধারণ বোলিং ভেলকিতে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয় ভারত। আর এতে লর্ডসে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জা কমালো তারা। এই মাঠে গত ১০০ বছরে প্রথমে ব্যাট করে ওভারের হিসাবে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস এটি। এর আগেই দ্বিতীয় সর্বনিম্ন ১০৮ রানের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০৫ সালের জুনে হওয়া ওই ম্যাচে প্রথম ইনিংসে ৩৮.২ ওভারে অলআউট হয়েছিল তারা। এটা ছিল বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর। এদিন নিজেদের ক্রিকেট ইতিহাসে ১৩তম টেস্ট খেলে টাইগাররা। লর্ডসে ১০০ বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড জিম্বাবুয়ের। ২০০০ সালে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ৮৩ রানে। ইনিংটি স্থায়ী ছিল ৩০.৩ ওভারে। বিশ্বের অন্যতম সেরা এই মাঠে প্রথমে ব্যাট করে সব মিলিয়ে এটি (ভারতের ৩৫.৩) চতুর্থ সর্বনিম্ন ইনিংস। আর ভারতের দ্বিতীয় সর্বনিম্ন। ১৯৭৪ সালে ভারত ৪২ রানে অলআউট হয়েছিল ১৭ ওভারে, যা এখনো লর্ডসে তাদের সবচেয়ে সংক্ষিপ্ততম ইনিংস। অবশ্য সেটি ম্যাচের তৃতীয় ইনিংসে। ১৯৯০ সালের পর ভারত কখনোই লর্ডসে ৬২ ওভারের নিচে অলআউট হয়নি। জবাবে গতকাল ২৩০/৫ সংগ্রহ নিয়ে ম্যাচের তৃতীয় দিনের চা বিরতিতে যায় ইংল্যান্ড।