ঝিনাইদহে ছাত্রদলের সভাপতিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা
- আপলোড টাইম : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
- / ৩৯৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেনসহ ৮ নেতাকর্মীর বিরুদ্ধে নতুন করে নাশকতা ও সরকার উৎখাতের মামলা হয়েছে। মামলায় ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বখতিয়ার ও সাবেক সভাপতি মাসুমকেও আসামী করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার এসআই সামছুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় ঝিনাইদহ রেলপথ আন্দোলনের কর্মী রেল আব্দুলাহকেও আসামী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে দেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে রেল আব্দুল্লাহ তার ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর আওয়ামী ঘরনার লোকজন রেল আব্দুল্লাহকে গ্রেফতারের দাবী জানিয়ে পাল্লা পোষ্ট দিলে পুলিশ তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ছাত্রদলের সভাপতিসহ ৮ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। তবে পুলিশ বলছে, আসামীরা শহরের আলহেরা স্কুল মাঠে নামখতার জন্য জড়ো হয়েছিল। সেখান থেকেই রেল আব্দুল্লাহকে আটক করা হয়। এদিকে হরিণাকুন্ডু উপজেলা ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ। এই মামলায় হরিণাকুন্ডু পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান মিঠুসহ ১৫ জনকে আসামী করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গত শুক্রবার ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে বিএনপি জামাতের কর্মীরা সরকারের কর্মক্ষমতা দুর্বল ও ক্ষতি সাধনের জন্য গোপন বৈঠক করছিল। এ সময় পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে আব্দুল্লাহ নামে একজনকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক মামলায় ৮ জনকে আসামী করা হয়েছে। তিনি আরো বলেন, এ সময় ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, লাঠি, পেট্রোল ও ১০টি স্যান্ডেল উদ্ধার করে পুলিশ। এদিকে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ছাত্রদলের শীর্ষ নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ মসিউর রহমান। মুঠোফোনে দেওয়া বিবৃতিতে তিনি মামলা দুইটি ষড়যন্ত্র মুলক ও মিথ্যা বলে দাবী করেন।