চুয়াডাঙ্গায় ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণকালে সিভিল সার্জন ডা. খায়রুল আলম
- আপলোড টাইম : ০৯:৪০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
- / ৪১৬ বার পড়া হয়েছে
তারাদেবী ফাউন্ডেশনের সেবা কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক: তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে ক্যান্সার রোগীদের অভিভাবকদের হাতে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ইউনিট কার্যালয়ে এ চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান সর্বজন শ্রদ্ধেয় দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন বড় ডোনার। তিনি ইতোমধ্যে একটি এসি, অটোস্ট্যান্ড ও কিছু পরিচ্ছন্নতা কর্মি দিয়ে আমাদের সেবা দিচ্ছেন যা সত্যিকার অর্থে প্রশংসনীয়। বিশেষ অতিথির ভাষনে অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, তারাদেবী ফাউন্ডেশনের কার্যক্রম অল্প দিন শুরু হলেও এর পরিধি ব্যাপক। মানব সেবাই ধর্ম সম্বলিত সেবা কার্যক্রম সর্বস্তরের প্রশংসা কুড়িয়েছে। ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ স্বাস্থ্য সেবা সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রতিষ্ঠান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, অর্থ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আলী, কার্য নির্বাহী সদস্য কিশোর কুমার কুন্ডু, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের পক্ষে চেক গ্রহীতা রুহুল আমীন ও শ্রী সুরঞ্জন কুমার উপস্থিত ছিলেন। চেক গ্রহণকালে শ্রী সুরঞ্জন কুমার বলেন, তারাদেবী ফাউন্ডেশনের সেবামূলক কর্মকান্ড আমাদের মত হতদরিদ্র মানুষের মাঝে আশার আলো জ্বালিয়েছে। এধরণের সেবাধর্মী কার্যক্রমের জন্য তারাদেবী ফাউন্ডেশনের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।